অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান, রাখা হয়েছে পর্যবেক্ষণে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫


অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান, রাখা হয়েছে পর্যবেক্ষণে
ফাইল ছবি।

ছুরিকাঘাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 


বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুড়িকাঘাতে গুরুতর আহত হন সাইফ।


আরও পড়ুন: বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন।


সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও।


সার্জারিতে সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গেছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।


আরও পড়ুন: জন্মদিনে নুসরাতের আবেগঘন পোস্ট


লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।


এই ঘটনায় কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি।


আরএক্স/