Logo

জন্মদিনে নুসরাতের আবেগঘন পোস্ট

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৫, ০৩:৫৫
জন্মদিনে নুসরাতের আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

নুসরাত জাহান কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনও রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন।

বিজ্ঞাপন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনও রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা তাকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। 

বিজ্ঞাপন

তবে নিন্দুকদের এসব সমালোচনা নিয়ে না ভেবে নিজের শর্তে বাঁচতে চান নুসারত। জন্মদিনেও এক বিশেষ উপলব্ধির কথা জানালেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

জন্মদিন উদযাপনের জন্য যশের সঙ্গে দুবাইতে রয়েছেন নায়কা। দুবাই থেকে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচকদের বুঝিয়ে দিলেন শত বিতর্কেও তিনি তার শর্তে অটল রয়েছেন।

এবার ৩৫ বসন্ত পেরিয়ে জীবনের বিশেষ উপলব্ধি ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নায়কা। জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জন্মদিন পোস্টে নুসরত লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নায়কার কথায়, ‘শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন।’

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD