বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো সিনেমার শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫
আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এ সিনেমায় প্রথমবারের মতো ভাইজানের বিপরীতে থাকবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কিন্তু সিনেমার শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন রাসমিকা। ফলে বন্ধ রয়েছে সিনেমার কাজ।
আরও পড়ুন: দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন নোরা ফাতেহি
গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ সিনেমার শ্যুটিং। কিছু অংশের শ্যুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। তবে কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পরেছেন রাশমিকা। যদিও এ প্রসঙ্গে সালমানের নায়কা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে।
তারপর আসে আরেক বাধা! পাঁজরে চোট পান সালমান খান। তা নিয়েই অবশ্য শ্যুটিং চাaলিয়ে গেছে সালমান। এরপর ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় সিনেমার শ্যুটিং।
এতকিছুর ঘটার পরও একটু একটু করে শ্যুটিংয়ের কাজ শেষ পর্যায়েই চলে এসেছিল। বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল নতুন করে আরেক দুঃসংবাদ। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন সালমানে নায়কা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান রাশমিকা, ফলে সাময়িক বন্ধ রয়েছে সিনেমার শ্যুটিংয়ের কাজ।
আরও পড়ুন: বিয়ে করলেই সংসার হয় না: জয়া আহসান
এআর মুরুগাদস পরিচালিত ছবি ‘সিকান্দার’। সিনেমার নাম ঘোষণার পর থেকেই ভক্ত অনুরাগীরা এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান খান। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য বাজেটের ক্ষেত্রেও কোনো কমতি রাখবে না বলেও জানিয়েছেন প্রযোজক।
এসডি/