অভিযান চলছে
এসকে সুরের বাসায় দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর এবার তার বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম।
আরও পড়ুন: বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে চরম উত্তেজনা
গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।
আরএক্স/