পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৪২ কেজির বাগাইড় মাছ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫
পদ্মা যমুনার উজানে পাবনা কাজীর হাট এলাকায় জেলে ধুনাই হালদারের জালে ধরা পড়লো ৪২ কেজি ওজনের বাগাইড় মাছ যা বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে সম্রাট মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান ১৬০০ টাকা দরে ৭১ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
আরও পড়ুন: রাজবাড়ীর গোয়ালন্দে রসুনের বাম্পার ফলন
এসময় নৌকা থেকে মাছটি উচু করে তুলে আনার সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় জমায়। এক লন্ডন প্রবাসী তার পিতামাতা কে বড় মাছ খাওয়ানোর আশায় সম্রাট শাজাহানের সাথে যোগাযোগ করে কেজি ১৮০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় কিনেন।
শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান জানান, পদ্মায় অনেক সময় বড় বড় মাছ ধরা পরে। এগুলো ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। তাছাড়া অনেক প্রবাসী তার বাবা মা ও আত্নীয় স্বজনের জন্য বড় মাছ গুলো কিনে নিয়ে তাদের উপহার দেন। সৌখিন মানুষ ছাড়া এত বড় মাছ বিক্রি করা যায় না।
এসডি/