আন্দোলনে আহত আরও ২ শিক্ষার্থীকে সিঙ্গাপুরে পাঠালো সরকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০২ পিএম, ২৮শে জানুয়ারী ২০২৫


আন্দোলনে আহত আরও ২ শিক্ষার্থীকে সিঙ্গাপুরে পাঠালো সরকার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া দুই জন হলেন চোখে গুলিবিদ্ধ ইমরান হোসাইন ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি।


আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার


চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


এখন পর্যন্ত সব মিলিয়ে ২২ জন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গেলেন।


এমএল/