কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় আজ বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জি আই/