ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার: নাহিদ ইসলাম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৩ পিএম, ৩০শে জানুয়ারী ২০২৫


ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার: নাহিদ ইসলাম
ফাইল ছবি

ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


আরও পড়ুন: ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ: ইসি সচিব


নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই রাষ্ট্রের ক্ষমতায় আসুক না যেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।


তিনি বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে সংবাদমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও সবার মনে রাখতে হবে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া যাবেনা।


আরও পড়ুন: বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ: আসিফ নজরুল


এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম।


স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।


এমএল/