Logo

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৫, ২৩:৩২
50Shares
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

এর আগে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে

বিজ্ঞাপন

আাসছে পবিত্র রমজান মাস। মুসলিম উম্মাহর এই ইবাদতের মাস ঘিরে এখন থেকেই বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। ১৪৪৬ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ বা ২ মার্চ পবিত্র রমজান শুরু হবে। এর আগে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র মাহে রমজান মাস শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। তবে রমজান শুরুর সময় ২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি এই সময়সূচি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

সময়সূচি অনুযায়ী, ২ মার্চ (রবিবার) প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

বিজ্ঞাপন

দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি-ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে নির্ধারণ করে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD