ইফতারে রাখুন সুস্বাদু মিষ্টি কুমড়ার চপ, যেভাবে তৈরি করবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মিষ্টি কুমড়া একটি অত্যন্ত উপকারি সবজি। মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই মানবদেহকে ক্যান্সার ও আলঝেইমার রোগের ঝুঁকি কমিয়ে দেয়।
সারাদিন রোজা রাখার পর ইফতারে রোজাদারকে সাস্থ্যসম্পত খাবার গ্রহণের পরামর্শ দেন পুষ্টিবিদরা। এড়িয়ে যেতে বলেন সকল ধরণের তেলে ভাজা খাবার। কিন্তু বাঙ্গালীরা তো পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ছাড়া ইফতার ভাবতে পারেন না।
যেহেতু তেলে ভাজা খাবার পছন্দ তাই ইফতারে ভিন্নতা আনতে নতুন কিছু তৈরি করতে পারেন। অল্প সময়ে সহজে বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর মিষ্টি কুমড়ার চপ।
মিষ্টি কুমড়ার চপ খেতে সুস্বাদু হওয়ায় বাচ্চারাও এই চপ খেতে বেশ পছন্দ করবে।
মিষ্টিকুমড়ার চপ বানাতে যা যা লাগবে :
মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)
বেসন—হাফ কাপ
চালের গুঁড়া—দুই টেবিল চামচ
বেকিং সোডা—সামান্য
লবণ—পরিমাণমতো
চিনি—সামান্য
হলুদ গুঁড়া—হাফ চা চামচ
মরিচ গুঁড়া—হাফ চা চামচ
গোলমরিচের গুঁড়া—এক চা চামচ
যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :
*মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।
* অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।
*এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ
জি আই/