গণঅভ্যুত্থানে আহতদের সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহতরা। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে। দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। এর আগে শনিবার রাত থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
আরও পড়ুন: ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির
এদিন সরেজমিনে দেখা যায়, অনেকের হাতে স্যালাইন, ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্রাচে ভর করে সড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’ চিকিৎসা চাই হয় মৃত্যু না হয় মুক্তি বৈষম্যবিরোধী এমন নানা স্লোগানও দিতে শোনা যায়।
আহতদের দাবি, তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা কেউ পুলিশের গুলি খেয়েছে, কেউ টিয়ারশেলে অন্ধ হয়েছেন। আবার কেউ পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের কারণে যেই স্বাধীনতা সরকার ভোগ করছে, সেই তাদেরই চিকিৎসা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতিতে অবহেলা করা হচ্ছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষ্যে সমাবেশ ও শোভাযাত্রা

পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে: ড. ইউনূস

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে আর কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

নিজ চোখে পঞ্চাশের বেশি স্পট ডেথ দেখেছি: আলী আহসান জুনায়েদ
