Logo

রাজাপুরে চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৯
39Shares
রাজাপুরে চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজাপুরে চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

ঝালকাঠির রাজাপুরে চাঁদা না দেওয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে (শুক্কুরের চায়ের দোকান) এর সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসার এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল বাশার ওই এলাকার মৃত মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী নজরুল মোল্লা ও নিহতের মামা রেজাউল করিম জানায়, গত উপজেলা নির্বাচনের সময় ইন্দ্রপাশা এলাকার মোঃ পান্নু খানের ছেলে মোঃ নাজমুল হাসান (২৮) সঙ্গে বশারের বিভেদ ছিলো, তারই জের ধরে বশারের কাছে নাজমুল টাকা চাঁদা দাবি করে আসছে কয়েকদিন ধরে। সন্ধ্যার সময় দক্ষিণ সাউথপুর ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শুক্কুরের চায়ের দোকানে বসে আবুল বাশার চা খেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তায় বসে মোবাইলে কথা বলে হঠাৎ বাইকে করে নাজমুল এসে বাশারের কাছে টাকা চাইলে বাশার টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বাশার আমাকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার ও দৌড় দিয়ে শুক্কুরের দোকানে উঠে সুয়ে পরে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডাঃ তমাল হালদার বলেন, আবুল বাশারের ডান হাতে, বাম কাঁধের পিছনের দিকে, পেটে ও বুকে বেশ কয়েকটি ধারালো অস্ত্রে আঘাত ছিলো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে আমিসহ ফোর্স হাসপাতালে এসেছি মরদেহের সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD