আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, চারপাশ ছেয়ে গেছে মৌ মৌ ঘ্রানে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

শ্রীনগরে আমের মুকুলে ঢাকা পড়ছে গাছ।গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগানের দিকে তাকালেই চোখে পড়ছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল। ফাগুনের সকালে হিমেল বাতাসে ভেসে আসা মুকুলের মিষ্টি সৌরভের দোলায় মনকে আরো রাঙ্গিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: দেশে একমাত্র জাম্বুকুল চাষ করেই সফল আজাদুর রহমান
মৌ মৌ গন্ধে মুখরিত চারপাশ। মুকুলের সুমসিত পাগল করা ঘ্রাণ যেন মধু মাসের আগমী বার্তা নিয়ে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দেশীজাতের আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এরই মধ্যে কোনো কোনো আম গাছে মুকুলের ছড়ার ভাড়ে ডালপালা নুয়ে পড়ছে। মুকুলে মুকুলে মৌ-মাছির দল মধু আহরণে ছুটাছুটি করছে। মুকুলের মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে শীতল বাতাসে।
স্থানীয়রা জানান, কিছুদিন পর বসন্তকাল, গাছে গাছে ফুল ফুটছে। প্রয়োজনীয় বৃষ্টি হলে আম গাছের ডালপালা ও পাতায় ধুলাবালি ধুয়ে যাবে। বৃষ্টির দেখা পেলে আম আগসহ অন্যান্য গাছ বৃষ্টির স্নানে ধুয়ে মুছে আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এরই মধ্যে আম গাছে মুকুল আসতে শুরু করেছে। কিছু দিন পর এসব মুকুল থেকে আমের গুটি হবে। এ অবস্থায় পোকা মাকরের হাত থেকে গুটি আম রক্ষা করতে গাছে ছত্রানাশক স্প্রে করার প্রস্তুতি নিচ্ছেন জানান তারা।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় হলুদের বাম্পার ফলন
খোঁজ নিয়ে জানা গেছে, এই অঞ্চলে বাণিজ্যিক আম চাষ নেই বললেই চলে। তবে প্রায় সব বাড়িতেই আম গাছ রয়েছে। এছাড়া অনেকেই প্রতীত জমিতে মিনি আম বাগান গড়ে তুলেছেন। এসব বাগানে ভালো মানের দেশী-বিদেশী আম গাছ শোভা পাচ্ছে।
স্থানীয় কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন জানান , গাছে আমের গুটি আসার পরেই পরপর দু'বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে গুটি আম ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি আম পোকামুক্ত থাকে। আমের আশানুরূপ ফলন পাওয়া যাবে।
আরএক্স/