রপ্তানির চালানে অনিয়ম, প্রণোদনা হাতিয়ে নেওয়ার চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রপ্তানির চালানে অনিয়ম, প্রণোদনা হাতিয়ে নেওয়ার চেষ্টা

রপ্তানি চালানের আড়ালে অবৈধভাবে ৩ কোটি ৮১ লাখ টাকার বেশি দেশে এনে সরকার থেকে নগদ ৮০ লাখ টাকা প্রণোদনা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস। কাস্টমস হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার সাগর জুট ডাইভারসিফাইড ইন্ডাস্ট্রিজের পাঁচটি বিল অব এক্সপোর্টের রফতানি চালানে এমন অনিয়ম ধরা পড়েছে। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আজিজুল হক অ্যান্ড কোং। এলসি খোলা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকে। এ চালানে ১২ হাজার ২১৫ কেজিতে ৮২ হাজার পিস পণ্য রফতানির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া গেছে ১ হাজার ৯৭ কেজি। যার বাজার মূল্য হিসাব করলে এ চালানে ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৫৯ টাকা অবৈধভাবে দেশে এনে প্রায় ৮০ লাখ টাকা সরকারি প্রণোদনা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা হয়েছিল। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।

এসএ/