বিপিএলে দ্বিতীয় বারের মত শিরোপা জিতলো বরিশাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

অনাবদ্ধ এক ফাইনাল দেখলো ক্রিকেট প্রেমীরা। ১৯৫ রানের লক্ষ্য। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন।
পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল।
আরও পড়ুন: বিপিএল: ফাইনালে মাঠে নামার আগে দুশ্চিন্তায় চিটাগং কিংস
টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো ব্যাটিংয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। মাত্র ২৪ বলে সেঞ্চুরি করেছেন বরিশাল অধিনায়ক। তার ঝড় দেখে মনে হচ্ছিল বুঝি একপেশে একটি ফাইনাল জিততে চলেছে বরিশাল। তবে ইনিংসের নবম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। তবে কালর্স মায়ারর্স রিসাদের ব্যাটে ভর করে ম্যাচ জিতে যায় বরিশাল।
এ দিন দারুণভাবে জ্বলে উঠলেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন।
টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। ৪৯ বল মোকাবেলা করে খেললেন ৭৮ রানের অনবদ্য ইনিংস। তার এই রানের ওপর ভর করে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং।
আরও পড়ুন: দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স
টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং কিংস। পারভেজ হোসেন ইমনের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই তোলে ৫৭ রান। দশ ওভারে ৯০ রান তোলেন ইমন আর খাজা নাফে মিলে।
৩০ বলে ফিফটি করেন ইমন। রিশাদ হোসেনকে ছক্কা মেরে ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন আরেক ওপেনার নাফে। ১১ ওভারে ১০০ পূরণ করে চিটাগং। বরিশালের বোলাররা কিছুতেই কিছু করতে পারছিলেন না।
অবশেষে ১৩তম ওভারে এসে ১২১ রানের ওপেনিং জুটিটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৬ করে আউট হন খাজা নাফে। এরপর ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে দিয়ে যান গ্রাহাম ক্লার্ক। ২ বলে ২ রানেই ফেরেন শামীম পাটোয়ারী।
পারভেজ ইমন অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৪৯ বলে ৬ চার আর ৪ ছক্কায় বাঁহাতি এই ওপেনার করেন ৭৮ রান।
আরএক্স/