Logo

জাহানারার অভিযোগে সরব তামিম, দাবি জানালেন স্বাধীন তদন্তের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ২০:০৩
23Shares
জাহানারার অভিযোগে সরব তামিম, দাবি জানালেন স্বাধীন তদন্তের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে বলেন, গত ২০২২ সালের আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে তৎকালীন টিম ম্যানেজার ও নির্বাচক এবং বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম তাকে অশোভন প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে বলেও অভিযোগ করেন তিনি।

জাহানারার এসব অভিযোগ প্রকাশ পায় গতকাল বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে ইউটিউবে দেওয়া একটি সাক্ষাৎকারে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে। ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা আসিফ চ্যানেল২৪-কে বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে ভুক্তভোগী জাহানারার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, ‘তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

তিনি যোগ করেন, ‘এই ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এই ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

অন্যদিকে, একটি ফেসবুক পোস্টে জাহানারার অভিযোগগুলোকে ‘গুরুতর ও কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়’ উল্লেখ করে তামিম লেখেন, এই ঘটনার তদন্ত করতে বিসিবির বাইরে থেকে স্বাধীন কমিটি গঠন করা উচিত, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।’

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটি দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

এর আগে বাংলাদেশ নারী জাতীয় দলের ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন জাহানারা, যা তখন বিসিবি প্রত্যাখ্যান করেছিল। তবে তার এবারের অভিযোগগুলোর পর অফিসিয়ালি তদন্তের উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার দাবি আরও জোরদার হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জাহানারার অভিযোগে সরব তামিম, দাবি জানালেন স্বাধীন তদন্তের