লুসাইল স্টেডিয়ামে হবে ফিনালিসিমা, মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

অবশেষে নির্ধারিত হলো ফিনালিসিমার দিনক্ষণ। আগামী বছর মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই প্রতীক্ষিত ম্যাচ।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
প্রতিবেদনে জানানো হয়েছে, ফিনালিসিমা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ। ম্যাচটি আয়োজন করা হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে—যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা তাদের ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছিল।
বিজ্ঞাপন
ফিফা স্বীকৃত এই বিশেষ ম্যাচে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দলগুলো মুখোমুখি হয়, যা মূলত দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রতীকী লড়াই।
ফিনালিসিমার এই ম্যাচে উভয় দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাস-এর তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাকে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, ২০২২ সালে ইতালি বনাম আর্জেন্টিনার পর এটি হবে আরেকটি ঐতিহাসিক ফিনালিসিমা, যেখানে লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকারা আবারও ফুটবলপ্রেমীদের মাতিয়ে তুলবেন।








