Logo

চলতি বছরেই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:০৯
20Shares
চলতি বছরেই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরেই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশে আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। আর্জেন্টিনার পক্ষ থেকেও একজন কিংবদন্তি ফুটবলার শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় আসবেন বলে জানানো হয়েছে, যদিও তার নাম এখনো চূড়ান্ত হয়নি।

আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন। আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা। আমরা কাফুর সঙ্গে যোগাযোগ করেছি এবং তার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী মাসেই তিনি ঢাকায় আসবেন। এছাড়া আর্জেন্টিনার হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন।

তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে।

বিজ্ঞাপন

ম্যাচ সূচি ও স্থান

৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল

বিজ্ঞাপন

৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা

১১ ডিসেম্বর: ব্রাজিল বনাম আর্জেন্টিনা

সাধারণ দর্শকরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। তবে টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD