Logo

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২৩:১৪
65Shares
হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
ছবি: সংগৃহীত

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বিজ্ঞাপন

নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাফছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫ নম্বর ওয়ার্ড চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে। পরবর্তীতে সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ পলাশ এবং আব্দুল জাহেরকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাসেরহাট এলাকা হতে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD