ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫


ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের একটি সভা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 


সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।


আরও পড়ুন: সারাদেশে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার ১৩০৮

 

‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) মঞ্জুরের লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের যে সকল সন্মানিত শিক্ষক ও গবেষকবৃন্দ প্রকল্প জমা দিয়েছেন, তাঁরা এ সভায় অংশগ্রহণ করেন।


উক্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রোজেক্ট প্রোপোজাল প্রস্তুত থেকে শুরু করে একটি প্রোজেক্ট সফলভাবে বাস্তবায়ন করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন এবং এ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট ফ্যাসিলিটিস উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।' তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়নে এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ


তিনি আরও বলেন, ‘ডুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী একই পরিবার হিসেবে আমরা সকলে একযোগে কাজ করে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করবো।' তিনি এই ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পে প্রোপোজাল জমাদানকারী সন্মানিত শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরএক্স/