আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার জায়েদ আহমদ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫


আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার জায়েদ আহমদ
ফাইল ছবি।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মড়িয়া ইউনিয়ের ফেন গ্রামের লন্ডন প্রবাসী জামাল আহমদের নিজ জমিতে ঘর নির্মাণের আগে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভাঙচুর ও লুটপাট এর ঘটনায়, এক নাম্বার আসামি জায়েদ আহমদ রবিবার (৯ ফেব্রুয়ারি) আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। 


বাকি চারজনের মধ্যে ২ মিছবাহ, ৩ কয়েছ আহমদ, ৫ রেজাউল, আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাকি আরো দুজনকে আদালত জামিন দিয়েছে ৪ দেলওয়ার, ৬ আলীম উদ্দিনকে। 


সরেজমিনে এলাকায় গেলে জানা যায়, ১। জায়েদ আহমদ (৪৫)পিতা: মৃত: সমছু উদ্দিন,২ মিছবাহ (৪২) পিতা: মৃত: তুতিউর রহমান,৩ কয়েছ আহমদ (৩২)পিতা: নজরুল ইসলাম,৪ দেলওয়ার (৪২)পিতা: মৃত: ছিফত আলী ৫ রেজাউল (২৮) পিতা: আতাউর রহমান ৬ আলীম উদ্দিন (৪০) পিতা: মৃত: জবর আলী সহ আরো ১০-১৫ জন সহ লন্ডন প্রবাসী জামাল আহমদের নিজ জমিতে ঘর নির্মাণের আগে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন, টাকা না দেওয়াই তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।


পরবর্তীতে বাড়ির কেয়ারটেকার জাকির হোসেন বাদী হয়ে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা  করেন, এলাকাবাসীর অভিযোগ আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।


আরএক্স/