গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্র ও গুলি সহ আটক ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আবুল হাসেম সুজন (৫০) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
আরও পড়ুন: রাজবাড়ী-২ আসনে নির্বাচন করবেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
আটককৃত মো. আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটি পাড়া এলাকার মৃত জনাব আলী মিয়া’র ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া সংগীয় ফোর্স সহ রবিবার ভোর পৌনে চারটার দিকে যৌনপল্লিতে অভিযান পরিচালনা করে পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মেম্বার এর বাড়ীর ভাড়াটিয়া সীমা ওরফে লাখি (৩০) এর কক্ষে অভিযান পরিচালনা করে মো. আবুল হাসেম সুজনকে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড ৭.৬৫ তাজা গুলিসহ আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসডি/