Logo

কিশোরগঞ্জে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৮ ডিসেম্বর, ২০২৫, ২০:০৫
18Shares
কিশোরগঞ্জে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ
ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়াসহ র‌্যালি, আলোচনা সভা ও জব ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজনে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার। আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. অলিউল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিনজন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। অনুষ্ঠানে প্রবাসীর প্রতিবন্ধী সন্তান হিসেবে একজনকে প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেওয়া হয়।

এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো. মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগমের পরিবারের সদস্যদের হাতে এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেলুন উড়িয়ে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও জব ফেয়ারের ১২টি স্টল ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অতিথিরা অংশ নেন। দিবসটি উদযাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD