Logo

বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বো

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৮ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৯
2Shares
বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বো
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ নুরুল কবির শাহিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মনোনয়ন ফরম ক্রয়ের পর তিনি এ ঘোষণা দেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক, ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিনসহ আরও কয়েকজন নেতা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শাহ নুরুল কবির শাহিন ২০০১ সালে ঈশ্বরগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন কেনার পর মাঠে থাকার ঘোষণা শাহিনের মনোনয়নপত্র ক্রয়ের পরপরই সাবেক এমপি শাহিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ভোটের মাঠে থাকবো। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তার এই ঘোষণার পর স্থানীয় রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন

একই আসনে একাধিক দলের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ঈশ্বরগঞ্জ আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন।বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা আমির অধ্যক্ষ মুঞ্জুরুল হক হাসান,এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও এমপি প্রার্থী ড. আওরঙ্গজেব বেলাল। এতে করে আসনটিতে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

বিজ্ঞাপন

নির্বাচনী আমেজ, প্রতিশ্রুতিতে মুখর প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই ঈশ্বরগঞ্জে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। প্রত্যেক প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।

ভোটারদের প্রত্যাশা সৎ ও যোগ্য নেতৃত্ব

এদিকে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করতে চান। একজন ভোটার বলেন, যিনি এলাকার উন্নয়ন করবেন, মানুষের পাশে থাকবেন তাকেই আমরা ভোট দেব।

বিজ্ঞাপন

সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন বলেন, আমি এখনো দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে যদি দল মনোনয়ন না দেয়, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবো। তার এই বক্তব্যে ঈশ্বরগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD