Logo

পঞ্চগড়ে দুই ইটভাটার চিমনি ভেঙে দিল জেলা প্রশাসন

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৮
1Shares
পঞ্চগড়ে দুই ইটভাটার চিমনি ভেঙে দিল জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী দুইটি ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বুলডোজার ব্যবহার করে মেসার্স এম এম এল ব্রিক্স ও মেসার্স এস এ আর ব্রিক্স নামক দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোতে পানি দিয়ে নষ্ট করে দেন।

বিজ্ঞাপন

বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন এবং জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD