Logo

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৮ ডিসেম্বর, ২০২৫, ২১:০৫
7Shares
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার সদরের বাইপাস মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাইপাস মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন দিন। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরা জনগণের আন্দোলনে নতুন প্রত্যাশা ও শক্তি সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ। রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পক্ষে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

বিজ্ঞাপন

এরআগে রাজাপুর উপজেলার সদরের বাইপাস মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, রাজাপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লা। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD