Logo

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১২ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৪
5Shares
ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা, এনসিপি এবং গণ অধিকার পরিষদ।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন।

ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ফেরিঘাট এলাকার মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদীর ছেলে।

বিজ্ঞাপন

অবরোধ শুরু হতেই দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলা এ কর্মসূচির কারণে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। তারা অভিযোগ করেন, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বিজ্ঞাপন

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ ও জুলাই যোদ্ধার নেতাকর্মীরাও অংশ নেন।

বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD