Logo

পাংশার যুবকের মাথাবিহীন মরদেহ মিলল নারায়ণগঞ্জে

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী
১৮ ডিসেম্বর, ২০২৫, ২০:১৮
1Shares
পাংশার যুবকের মাথাবিহীন মরদেহ মিলল নারায়ণগঞ্জে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার এক যুবককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে তার মাথাবিহীন মরদেহ। নিহত যুবক আব্রাহাম খান ওরফে আলিম (২৫) পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া এলাকার বাসিন্দা এবং ওয়াজেদ খানের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, আলিম কাতারপ্রবাসী ছিলেন। প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে দেশে ফেরেন তিনি। গত ১৫ ডিসেম্বর কালুখালী উপজেলার বন্ধু শাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আলিম। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরদিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মরদেহটি ছিল সম্পূর্ণ নগ্ন, গলা কাটা এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায়। পরে মরদেহ উদ্ধারের পাশের একটি খাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

নিহতের পরিবার অভিযোগ করে বলেছে, পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার প্রবাসী মোবারক মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে আলিমের পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরেই তাকে নারায়ণগঞ্জে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে আলিম ও মরিয়মকে পরকীয়ার ঘটনায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলেন। এরপর মরিয়ম খাতুন তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে যান। ঘটনার পর পারনারায়ণপুরে মরিয়মের শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে আলিমের বন্ধু শাকিল শেখ বলেন, “গত পাঁচ-ছয় মাস ধরে আলিমের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তার চাচার ফোনে জানতে পারি, তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে নিহতের পরিবারকে অবহিত করি। মরদেহ গ্রহণের জন্য তারা নারায়ণগঞ্জে গেছেন।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “১৬ ডিসেম্বর এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) পাশের খাল থেকে নিহতের মাথা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD