Logo

পদ্মায় জেলের জালে ধরা এক আইড় মাছ ৩৩ হাজার টাকায় বিক্রি

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী
৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:১২
7Shares
পদ্মায় জেলের জালে ধরা এক আইড় মাছ ৩৩ হাজার টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা একটি আইড় মাছ ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে ১২ কেজি ওজনের ওই আইড়টি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মায় জাল ফেলেন স্থানীয় জেলে মিঠু হালদার ও তার সঙ্গীরা। এ সময় তাদের জালে ধরাপড়ে বড় একটি আইড় মাছ। পরে বিক্রি করতে ওই দিন সকালে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকায় দুলালের আড়তে নিয়ে যান।

বিজ্ঞাপন

সেখানে ১২ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে দুই হাজার সাত শ টাকা কেজি দরে ৩২ হাজার ৪০০ টাকায় আইড়টি বিক্রি করেন ওই জেলে। এদিকে মাছটি কেনার পর আজ দুপুরে অনলাইনে যোগাযোগ করে রাজধানী ঢাকা শহরের এক ব্যবসায়ীর কাছে ৩৩ হাজার টাকায় ওই আইড় মাছটি বিক্রি করেন চান্দু।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন,পদ্মায় জেলে মিঠু হালদারের কাছ থেকে ১২ কেজির আইড় মাছটি উন্মুক্ত নিলামডাকে আমি কিনেছিলাম। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে ৩৩ হাজার টাকায় ওই আইড়টি আমি বিক্রি করেছি।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD