Logo

শিক্ষক আন্দোলনে বাধাগ্রস্ত বার্ষিক পরীক্ষা, দেড় ঘণ্টা দেরিতে শুরু

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
১ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৬
38Shares
শিক্ষক আন্দোলনে বাধাগ্রস্ত বার্ষিক পরীক্ষা, দেড় ঘণ্টা দেরিতে শুরু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে পরিকল্পিত বার্ষিক পরীক্ষা দেরিতে শুরু হয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে কর্মবিরতির প্রভাব পড়ে এবং অনেক শিক্ষার্থী ফিরে যায়। পরে জেলা প্রশাসক, ইউএনও, ওসি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী সরকারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শাখার পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে এবং দ্বিতীয় শাখার পরীক্ষা দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স জানান, সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা সময়মতো নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা শিক্ষকদের সঙ্গে সহমত পোষণ করেছি, কিন্তু শিশুরা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনায় পরীক্ষা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অভিভাবকরা শিক্ষকদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, শিক্ষকেরা নিজের দাবির জন্য আমাদের সন্তানদের পড়াশোনায় বাধা দিচ্ছে। তাদের এমন আচরণ সন্তানের শিক্ষার ক্ষতি করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষার সময় কিছুটা বিলম্ব হয়েছে। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি কার্যক্রম চলছে। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। যেসব শিক্ষক শিক্ষার্থীর ক্ষতি করে দাবি আদায়ে আন্দোলনে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে রবিবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলমান। শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কিন্তু বাস্তবায়নের কোনো অগ্রগতি না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালাচ্ছেন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ক্ষতি কমাতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শিক্ষক আন্দোলনে বাধাগ্রস্ত বার্ষিক পরীক্ষা, দেড় ঘণ্টা দেরিতে শুরু