তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কুরআন তেলোত পাঠের মাধ্যমে শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কড়িকান্দি বাজারের ইভাকিন্ডার গার্টেন স্কুলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদ-প্রার্থী, বিএনপির (কুমিল্লা) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
বিজ্ঞাপন
তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি, ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, এমদাদ হোসেন আখন্দ চেয়ারম্যান, কাজী কবির হোসেন সেন্টু, মো.মহিউদ্দিন সরকার, মো.মিজানুর রহমান ভুলু সিকদার, আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন,মো.শাহজাহান সওদাগর, মো.কামরুল হাসান ভূইয়া, কোষাধ্যক্ষ মো.জামাল উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








