Logo

আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি, তারাই নেতা বানিয়েছেন

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৩
13Shares
আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি, তারাই নেতা বানিয়েছেন
হাসনাত আব্দুল্লাহ । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে; জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা চেষ্টা করে, তারা শত চেষ্টা করেও সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্বকে পরিবর্তন করতে পারবে না। আমরা ‘অসিলা’ মাত্র।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে আয়োজিত এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে আমি যদি ১০ ভোটও পাই, তবু দেবীদ্বার ছেড়ে যাব না। যদি হেরে যাই, তারপরও দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এই দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি ভোট চাইতে আসিনি; এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যুগ যুগ ধরে দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। কিন্তু সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এই পরিশ্রমী মানুষদের মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষের সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

পথসভায় উপস্থিত স্থানীয় মানুষরা তার বক্তব্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখান এবং তাদের সমর্থন ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD