Logo

খালেদা জিয়াকে নেয়া হবে লন্ডন, সঙ্গে থাকবেন ডাক্তারসহ ১৬ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৮
15Shares
খালেদা জিয়াকে নেয়া হবে লন্ডন, সঙ্গে থাকবেন ডাক্তারসহ ১৬ জন
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। কাতার সরকারের প্রদান করা এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে এবং যাত্রাপথে চিকিৎসা দেয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে অন্য কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। মেডিকেল বোর্ড নিয়মিত বৈঠক করেছে এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ইতোমধ্যে খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন।

বিজ্ঞাপন

এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। এদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, চিকিৎসক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান। খালেদা জিয়ার পরিচর্যাকারী হিসেবে সঙ্গে থাকবেন ফাতেমা বেগম ও রুপা শিকদার।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ নানা জটিলতায় ভুগছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা যায়। ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD