Logo

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি: দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫০
8Shares
দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি: দুদু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্র ও স্বাধীনতার পথ অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশনেত্রীর সুস্থতা এখন অত্যন্ত জরুরি। সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন।

দুদু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি আমাদের দেশকে মুক্ত করেছেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনবার ক্ষমতায় আসা এই মানুষটি আজ হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবে ডাক্তাররা বলেছেন, তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন এবং সুস্থতা দিতে পারেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।

শামসুজ্জামান দুদু শিক্ষাজীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি করেছি এবং আজ যে অবস্থানে আছি, তার সবই তার শিক্ষা ও পরিচালনার ফল। তিনি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন, কখনো প্রতিহিংসামূলক ছিলেন না এবং কুৎসা পছন্দ করতেন না। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD