Logo

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৭
17Shares
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে আগামীকাল
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন। কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী বেসরকারি এক টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে সক্ষম রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীনের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য গুলশান এলাকার বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে ভর্তি করা হয় এবং এরপর থেকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

চিকিৎসা ও পর্যবেক্ষণসহ এ ধারা অব্যাহত থাকায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাত্রা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD