Logo

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুর কাতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮
13Shares
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুর কাতার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকায় কাতার দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের বিভিন্ন সমস্যা ও অন্যান্য জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সরকার পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। ৭ জানুয়ারি চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন

বর্তমানে খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন অনুযায়ী বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা প্রটোকলের আওতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে।

প্রধান উপদেষ্টা কার্যালয় অনুরোধ করেছে, এ সময় খালেদা জিয়ার নিরাপত্তা সংক্রান্ত সকল কার্যক্রমে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়ানো হোক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD