বাংলাদেশে আসছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে লন্ডন যাত্রা করবেন।
এদিকে, কাতার সরকার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজন হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য প্রস্তুত।
বিজ্ঞাপন
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া গুরুতর ফুসফুস ও হৃদরোগ সংক্রমণের কারণে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ার সমস্যাসহ চিকিৎসাধীন রয়েছেন। গত পহেলা ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
এছাড়া, তার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের একজন সদস্য জোবাইদা রহমান। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দলও চিকিৎসা বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
বিজ্ঞাপন
দেশের বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বিএনপি প্রেস উইং জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং চিকিৎসকরা তাকে স্থিতিশীল আখ্যা দিয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে দলের শীর্ষ পর্যায় বিবেচনা করছে।
সূত্র: বিবিসি বাংলা







