Logo

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী

profile picture
উপজেলা প্রতিনিধি
মাদারীপুর
৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৪
33Shares
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাদিরা মিঠু চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে নতুন করে ৩৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী হিসেবে নাদিরা মিঠু চৌধুরীর নাম প্রকাশ করা হয়।

এর আগে বুধবার (০৩ নভেম্বর) এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে পরদিন ৪ নভেম্বর অনাকাঙ্ক্ষিত কারণে তার মনোনয়ন স্থগিত করে দলের উচ্চপর্যায়ের নির্দেশনা আসে। এতে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তখন শিবচরের সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয়—কে হচ্ছেন ধানের শীষের নতুন কান্ডারী?

বিজ্ঞাপন

অবশেষে দলীয় সিদ্ধান্তে নতুন মনোনয়ন পান নাদিরা মিঠু চৌধুরী। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা চৌধুরী (মিঠু)-এর সহধর্মিণী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দলের এই সিদ্ধান্ত শিবচরের সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী এলাকায় বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করবেন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD