লিবিয়ায় আটক শিবচরের তিন যুবককে নির্মম নির্যাতন, মুক্তিপণ দাবি

ইতালির স্বপ্নে অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা আবারও বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে।
বিজ্ঞাপন
দালালচক্রের প্রলোভনে পড়ে শিবচরের তিন যুবক লিবিয়ায় আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন। মুক্তির বিনিময়ে পাচারকারীরা দাবি করেছে বিপুল অঙ্কের— ৬০ লাখ টাকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়— তিন যুবকের হাত-পা ও মুখ বেঁধে অমানবিকভাবে নির্যাতন করছে মানবপাচারকারী চক্র। ভিডিওর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তারা লিবিয়ার মরুভূমি বা সীমান্তবর্তী কোনো অনিরাপদ এলাকায় জিম্মি অবস্থায় রয়েছেন।
বিজ্ঞাপন
আটক তিন যুবক হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের নাওয়ারা চরশেখপুর এলাকার আলমাছ, সজিব ও সবুজ। তাদের পরিবার জানিয়েছে, দালালচক্র নিয়মিত ভিডিও পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং মুক্তিপণ না দিলে আরো শারীরিক নির্যাতন ও হত্যা করার হুমকি দিচ্ছে।
মানবাধিকার কর্মীরা ঘটনাটিকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, মানবপাচার এখন শুধুমাত্র আর্থিক প্রতারণা নয়, বরং এটি জীবনঘাতী ঝুঁকির মহামারী।
বিজ্ঞাপন
তাদের মতে, অবৈধভাবে বিদেশযাত্রা রোধে শুধু সচেতনতা যথেষ্ট নয়— পাচারকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বৈধ পথে বিদেশগমনের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা প্রয়োজন।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।








