Logo

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:২৯
19Shares
ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ
ছবি প্রতিনিধি।

ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনেঅনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি বৃত্তির চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা হবে। এর মধ্যে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ৭ হাজার টাকা এবং এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে চেক দেওয়া হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা জেলা পরিষদ কার্যালয় থেকে এই চেক গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন,তোমাদের নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে তোমরাই হবে প্রধান শক্তি।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার বলেন, এই বৃত্তি চেক তোমাদের আগামী জীবনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। সততাই মানুষকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD