পদত্যাগের হিড়িক, স্থগিত নজরুল বিশ্ববিদ্যালয় বৈ.ছা আন্দোলন কমিটি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫


পদত্যাগের হিড়িক, স্থগিত নজরুল বিশ্ববিদ্যালয় বৈ.ছা আন্দোলন কমিটি
ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।


শনিবার (২২ ফেব্রয়ারী) রাত ১২ টার দিকে সংগঠনটির কেন্দীয় কমিটির পেইজ থেকে দুটি প্যাডের মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।


আরও পড়ুন: ঝিনাইদহে গণবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


যেখানে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব দেওয়া হয়েছিল।


প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয় জোরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ৫ মিনিট পরপরই একেকজনের সদস্য পদত্যাগ করছেন এবং বিশ্ববিদ্যালয়টির জনপ্রিয় ফেইসবুক পেইজ থেকে স্টাটাস দিয়ে নিশ্চিত করা হচ্ছে।


প্রকাশিত কমিটির নাজুক অবস্থা দেখে দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির পেইজ থেকেও পোস্ট সড়িয়ে নেওয়া হয়েছে।


কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন পদত্যাগের ঘোষণা দেন। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘আমি এই কমিটির সঙ্গে জড়িত নই এবং আমার অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে। আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি।’


এছাড়া, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের সমালোচনার মুখে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সংগঠনের ফেসবুক পেজ থেকে কমিটি সংক্রান্ত পোস্টটি মুছে ফেলা হয়।


আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন মুক্তার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটির মুখপাত্র হওয়া সাদিকুর রহমান জানান, ‘কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমানের নির্দেশে নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত করা হয়েছে।’


এসডি/