Logo

রাসুল (সা.) যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৭
40Shares
রাসুল (সা.) যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন
ছবি: সংগৃহীত

শাবান মাসে মহা নবি সা. বেশি বেশি রমজান মাস সর্ম্পকে আলোচনা করতেন

বিজ্ঞাপন

নাবি কারিম (সা.) রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রজব এলেই মহা নবি (সা.) রমজানের বরকত লাভের দোয়াটি করতেন। শাবান মাসেও দোয়াটি পাঠ করতেন তিনি। শাবান মাসে নাবি কারিম (সা.) রমজানের রোজার প্রস্তুতি গ্রহণের পদ্ধতি কেমন ছিল, যেনে নেওয়া যাক—

বিজ্ঞাপন

শাবান মাসে রোজা রাখা

রমজানের প্রস্তুতির জন্য মহা নবি সা. শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। তিনি এই মাসে অন্য যেকোনো মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। 

বিজ্ঞাপন

শাবানের শেষে রমজানের চাঁদ দেখতেন

বিজ্ঞাপন

রমজানসহ যেকোনো আরবি মাস শুরুর আগে রাসূল সা. সেই মাসের চাঁদ দেখতেন। এবং তিনি প্রতি শাবানের শেষে চাঁদ দেখে রমজান মাস শুরু করার কথা বলেছেন।

নতুন চাঁদ দেখলে নাবি কারিম সা. দোয়া পড়তেন। দোয়াটি হলো—

বিজ্ঞাপন

اَللّهُّمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ رَبِّيْ وِرَبُّكَ الله

বিজ্ঞাপন

অর্থ : হে আল্লাহ! এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আমার ও তোমার প্রভু আল্লাহ। (তিরমিজি, হাদিস : ৩৫২৬)

শাবান মাসে মহা নবি সা. বেশি বেশি রমজান মাস সর্ম্পকে আলোচনা করতেন। এই মাসের ফজিলতের কথা বলতেন। রোজাদারে জন্য আল্লাহ তায়ালা কী কী পুরস্কার রেখেছেন তা আলোচনা করতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের নিকট বরকতময় রমজান আগমন করেছে। আল্লাহতায়ালা তার রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করে রাখা হয় এবং তাতে রয়েছে আল্লাহর জন্য এমন রাত যা হাজার রাত থেকে উত্তম। যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো- সে প্রকৃতার্থেই বঞ্চিত হলো। ’ (সুনানে নাসায়ি

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD