Logo

রমজানে ছিনতাই চাঁদাবাজি রোধে টহল জোরদার করতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৩
52Shares
রমজানে ছিনতাই চাঁদাবাজি রোধে টহল জোরদার করতে হবে
ছবি: সংগৃহীত

সেখানে সভায় সভাপতির বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন তিনি

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ছিনতাই, চাঁদাবাজি, টানা পার্টি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল আরও জোরদার করতে হবে।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভায় সভাপতির বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণিবিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, সড়ক, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রমজানে নানা অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়। এদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শপিং মলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বড় ক্যাশ বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা অর্থাৎ স্কট সেবা নিন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে আশা করি।

বিজ্ঞাপন

এসময় সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতামত প্রদান করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD