স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ : ইলিয়াস কাঞ্চন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫


স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ : ইলিয়াস কাঞ্চন
ছবি: প্রতিনিধি

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং সড়কের নৈরাজ্য যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে সাভারে সুধী ও শিক্ষার্থী সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে 'নিসচা' সাভার উপজেলা শাখার আয়োজনে সাভার সরকারি কলেজ মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


উক্ত অনুষ্ঠানে ইসমাইল হোসেনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।


স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ দাবী করে ইলিয়াস কাঞ্চন  বলেন, দেশে আইন শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ দাবী করে  প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, তার উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা কে সরিয়ে দেয়া, সে বর্তমান সময়ে সৃষ্ট সমস্যা গুলো সমাধান করতে পারছে না, বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা সহ নানা ধরনের সমস্যা সমাধান করতে পারছে না বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি প্রধান উপদেষ্টার উচিত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কে তার পদ থেকে সরিয়ে আরে যোগ্য ও কার্যকর কোন উপদেষ্টা কে নিয়োগ দেওয়া, বলে মন্তব্য করেছেন অভিনেতা ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন 


মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে সড়কের নৈরাজ্য দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত নিরাপদ সড়ক চাই সাভার থানা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, পারভিন আরা বেগম, মোঃ বদরুল আলম, মোঃ সালাহউদ্দিন খান নঈম, সাভার থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন, সাভার বিআরটিএ ইন্সপেক্টর আমিনুল ইসলাম   সহ ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আরএক্স/