এবার মেরিন ড্রাইভে ‘মুক্তিপণের দাবিতে’ গাড়ীসহ ইজিবাইক চালক অপহৃত

এক ইজিবাইক চালককে অপহরণ করেছে দূর্বৃত্তরা।
বিজ্ঞাপন
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ‘মুক্তিপণের দাবিতে’ গাড়ীসহ এক ইজিবাইক চালককে অপহরণ করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক জানিয়েছেন সন্ধ্যা ৭ টার দিকে মেরিন ড্রাইভের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপহৃত মোহাম্মদ ফারুক (১৬ ) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইক চালক।
ভূক্তভোগী ব্যক্তির স্বজনদের বরাতে আব্দুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজপুরা এলাকায় পৌঁছলে ৩/৪ জন অজ্ঞাত দূর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়ীসহ তাকে জিন্মি করে তুলে নিয়ে যায়।
বিজ্ঞাপন
‘রাতে বাড়ীতে না ফেরায় স্বজনরা মো. ফারুককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মধ্যরাতে এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টা পর্যন্ত অপহৃতের সন্ধান পাওয়া যায়নি তথ্য দিয়ে স্থানীয় এ ইউপি সদস্য জানান, ঘটনার ব্যাপারে টেকনাফ থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানান, ঘটনার ব্যাপারে কারও কাছ থেকে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টির খোঁজ-খবর নিয়ে সত্যতা পেলে অপহৃত উদ্ধারে পুলিশ ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
বিজ্ঞাপন
এদিকে গত ২৫ ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে দুই কৃষক অপহৃত হয়েছিল।
অপহৃতরা হল, জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)। তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে দূর্বৃত্তরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে গত চার দিনেও ওই দুইজন এখনো ছাড়া পায়নি।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








