Logo

পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৫, ০৩:৪১
31Shares
পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত
ছবি: সংগৃহীত

প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং

বিজ্ঞাপন

সড়কে গাছ ফেলে পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং।

পুলিশ প্রশাসনের বরাত দিয়ে শনিবার (১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত একটি বিষয়। এ ঘটনা সম্পর্কে পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি বিবৃতি দিয়েছে।

সেখানে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা একটি সাদা রংয়ের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও একটি নাকফুল, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ডাকাতরা একজন সিএনজিচালক ও এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD