Logo

আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৫, ০৩:৫১
55Shares
আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতি মামলা রয়েছে

বিজ্ঞাপন

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় নওগাঁ জেলার পত্নীতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে। 

উক্ত অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম রবিবার (০২ মার্চ) নওগাঁসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের মাধ্যমে জয়পুরহাট গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তজেলা ডাকার দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন ১. মোহাম্মদ শামীম ইসলাম শব্দুল (২৭) পিতা মজিবুর রহমান গ্রাম আওড়া পশ্চিম পাড়া। ২. শ্রী রঞ্জিত চন্দ্র ব্রমন(৩০) পিতা অরুণ চন্দ্র বর্মন, গ্রাম হাতিয়র, ৩. মোহাম্মদ আব্দুল লতিফ ওরুফে নাঈম (২৭) পিতা. মো. লুৎফর রহমান গ্রাম ঝমটুপুর থানা কালাই জেলা জয়পুরহাট। ৪. মো. শাহারুল ইসলাম (৩৭) পিতা মনসুর বেপারী এবং ৫. মো. শহিদুল ইসলাম (৪০) পিতা. মো. মফিজ উদ্দিন উভয় সাং পুরন্দর, গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা এবং ৬. মো. শাহাদাত হোসেন (৪০) পিতা মোহাম্মদ খোরশেদ আলী গ্রাম সিন্ধু রাইল থানা কাহালু জেলা বগুড়া। তাদের মধ্যে শহিদুলের বিরুদ্ধে ছয়টি সাহারুল এর বিরুদ্ধে দুইটি শামীমের বিরুদ্ধে দুইটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতি মামলা রয়েছে। 

পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লণ্ঠিত একজোড়া কানের দুল কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করাত,কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।  উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনারা জানেন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলার সাথী হয় কয়েকটি গাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত এই ছয়জনের মধ্যে পাঁচজনই জড়িত ছিল বলে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। পাবনায় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য পত্নীতলায় বাস ডাকাতি তে ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনায় ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করেছে বলে তারা আমাদের জানায়। 

জিজ্ঞাসাবাদে ডাকাত দল পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতি এবং পাবনার সাঁথিয়ায় কয়েকটি গাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD