ভুট্টা ক্ষেত থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

সামসুদ্দিন হাস্কিং মিলের ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলামের লাশ উদ্ধার
বিজ্ঞাপন
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে খায়রুল ইসলাম (৬০) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ মার্চ (শনিবার) সকালে নেকমরদ ইউনিয়নের কালিবাড়ি এলাকার সামসুদ্দিন হাস্কিং মিলের ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মৃত খায়রুল ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়--গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন।
বিজ্ঞাপন
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক জানান, বৃদ্ধ মুয়াজ্জিনের লাশ ভুট্টাক্ষেত থেকে পাওয়া গেছে । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসডি/








