ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির সভা
বৃহস্পতিবার (৬ মার্চ ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেওয়ানবাগে এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পন্যবাহী লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এসডি/