নারায়ণগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫
![নারায়ণগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির সভা](https://janobani.com/big_image/1738768290.jpg)
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেষ্টুরেন্টে পাঁচ সদস্য বিশিষ্ঠ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিটির ১নং যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল, সদস্য মো. গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: জেলা আহ্বায়ক নির্বাচিত হলেন লৌহজংয়ের মিজান সিনহা
প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মামুন মাহমুদ।
তিনি আরও জানান, মূলত আজকের আমাদের এই সভাটি ছিলো নিজেদের মধ্যে পরিচিতি সভা। আজকে আমরা সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ ১০ টি ইউনিটের বিএনপির যে কমিটি আছে সেগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আবারও বসবো। সারাদেশে বিএনপির সদস্য নবায়ন চলছে। নারায়ণগঞ্জে এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। ২০১৭ সালে যারা সদস্য হয়েছেন তারাই একমাত্র নতুন করে সদস্য নবায়ন করতে পারবে। ওই সদস্যদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে বা দল ত্যাগ করে থাকে তারা সদস্য পদ নবায়ন করতে পারবে না। অন্যদিকে যদি কারো সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে কারো সম্পর্ক থেকে থাকে এবং সেটা প্রমাণিত হয় তাহলেও সদস্যপদ নবায়ন করা যাবে না। খুব দ্রুত আমাদের নবগঠিত কমিটির উদ্যোগে একটি আনন্দ র্যালী করবো নারায়ণগঞ্জ শহরে। আমাদের প্রথম সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আরও পড়ুন: ক্রীড়া প্রতিযোগিতায় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানে নাচল ছাত্রীরা
আমরা সামনের দিকে সাংগঠনিক বিভিন্ন আরো কর্মসূচি পালন করবো।
এদিকে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে বর্ধিত করার কোন নির্দেশনা কেন্দ্র থেকে দেয়া হয়েছে কি না জানতে চাইলে মামুন মাহমুদ জানান, এই বিষয়ে আমাদের এখনো কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। তবে আমরা কেন্দ্রের কাছে এই বিষয়ে নির্দেশনা চাইবো। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
এমএল/